Colo sikhi

কিওর্যার্ড কি.? কিযার্ডের প্রকারভেদ.?

যে কোন কন্টেনটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কিওযার্ড। আজ আমরা জানবো কিওর্যার্ড কি.?  কিযার্ডের প্রকারভেদ.?   

কিওর্যার্ড রিসার্চ সম্পর্কে জানতে হলে আমাদের সর্বপ্রথম জানতে হবে কিওর্যাড সম্পর্কে। 


কিওযার্ড কি.? 

সহজ কথায় কিওযার্ড হলো একটি শব্দ বা বাক্য যা আমাদের ওয়েবপেইজ গুলির বিষয় বস্তু সম্পর্কে আমাদের ধারনা প্রদান করে। আরো সহজ ভাবে বলি আমরা আমাদের প্রত্যাহিক জীবনে সার্চ ইঞ্জিনগুলিতে যে শব্দগুলি লিখে সার্চ করি সেই সকল প্রতিটি শব্দই হলো কিওযার্ড। ধরুন আমি গুগলে গিয়ে লিখলাম colosikhibd এখানে colosikhibd হলো আমার কিওযার্ড। সুতরাং কিওযার্ডকে আমরা সার্চ কোযারি বলতে পারি। অতএব কিওযার্ড হলো সেই শব্দ যার মাধ্যমে সার্চইঞ্জিন আমাদের সামনে SERP রেজাল্ট প্রর্দশন করে৷  

কিওর্যার্ড কি.?  কিযার্ডের প্রকারভেদ.?
কিওর্যার্ড কি.?  কিযার্ডের প্রকারভেদ.? 

ধরা যাক আপনি লিখলেন Digital marketing with Menhaz Mezan একটি কিওর্যার্ড। আপনি গুগলে সার্চ করলেন আর সবচেয়ে প্রাসঙ্গিক সার্চ রেজাল্টের ওয়েব পেজগুলি আপনার সামনে প্রদর্শন করলো। এবং আমার ওয়েবসাইটে যদি এই কিওযার্ড যদি আমি ব্যাবহার করি তবে সেটা আপনার সামনে দেখাবে। 

Check Here all Fiverr skill test Answer 



কার্যকারিতার উপর ভিত্তি করে এসিইওতে কিওযার্ড কে মূলত নয়ভাগে ভাগ করা হয় যথা -

১/শর্ট টেইল কিওযার্ড (Short tail Keyword)
২/লং টেইল কিওযার্ড (Long tail Keyword)
৩/শর্ট টার্ম ফ্রেশ কিওযার্ড (short tram Fresh Keywords) 
৪/লং টার্ম এভারগ্রিন কিওযার্ড (Long tram Ever green  Keyword)
৫/ প্রোডাক্ট ডেফিনিং কিওযার্ড(Products define  Keyword)
৬/কাষ্টমার ডেফিনিং কিওযার্ড(Customer define Keyword)
৭/জিও টার্গেটিং কিওযার্ড(GEO Targeting Keyword)
৮/এল এস আই কিওযার্ড এবং(LSI Keyword)
৯/ ইনটেন্ট টার্গেটিং কিওযার্ড(Intent targeting Keyword)


কিওযার্ড হচ্ছে মূলত এসিইওতে সফলতার পূর্বশর্ত বা প্রথমধাপ। আপনি যখনই এসিইও শুরু করবেন তখনই আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে শুরু করবে। আপনি তখন অর্গানিক ভাবে বেশি ভিউ ও টার্গেটিং ট্রাফিকের খোঁজ করবেন এবং বেশি লাভ চাইবেন। আর আপনি এটা করতে পারবেন তখনই যখন আপনি আপনার প্রোডাক্ট বা কন্টেন্ট এর জন্য সবচেয়ে ভালো কিওযার্ড নির্বাচন করতে পারবেন তখনই। 


আর  সঠিক কীওয়ার্ড নির্বাচন করার জন্য প্রয়োজন কীওয়ার্ড রিসার্চ (Keyword Research)। কীওয়ার্ড রিসার্চ (Keyword Research) কি? কিভাবে কীওয়ার্ড রিসার্চ করবো আমরা তার প্রাথমিক নিয়ম কানুন সম্পর্কে আমরা আলোচনা করবো পরবর্তী পোষ্টে। আমাদের সঙ্গেই থাকুন সেপর্যন্ত। 


কোন বিষয়ে জিঙ্গাসা থাকলে কমেন্ট করুন আমরা চেষ্টা করবো উত্তর দেবার ।। 

our Some other content read more.......


Post a Comment

1 Comments