Colo sikhi

ফেসবুক বুষ্ট প্রমোট ও ফেসবুক এ্যাডসটা আসলে কি ? What is Facebook boost promote or ads?

চলুন আজ আমরা জানবো ফেসবুক বুষ্ট, পেজ প্রোমোট ও ফেসবুক এ্যাডস সম্পর্কে।

অনেকেই হয়ত ভাবছেন ফেসবুক এ্যাডস মানে তো সবই এক। হ্যাঁ মেনে নিচ্ছি আপনার কথা তাহলে আমাকে বলুন তো আপনি এগুলোর তিনটে নাম হলো কিনা.?  নাকি এরা আমাদের দেশের অপরাধীদের মত নাকি.? না এদের কার্যকরিতার ভিন্নতার কারনে এদের নামগুলি আলাদা আলাদা। চলুন আমরা কথা না বাড়িয়ে আজ জেনে নেই এগুলোর কাজ সম্পর্কে। 


ফেসবুক বুষ্ট কি.? What is Facebook post Boost?

ফেসবুক বুষ্ট মূলত ফেসবুক পেজের সমস্ত পোষ্টগুলির মধ্যে একটি নির্দিষ্ট পোষ্টকে টাকার বিনিময়ে অধিক মানুষের সামনে নিয়ে আসা মানে আমাদের টার্গেটেড মানুষদের সামনে নিয়ে আসা। এবং আমাদের পোষ্টগুলিকে জনপ্রিয় করে তোলা। 
ধরুন আপনার একটা ফেসবুক পেজ আছে যার নাম "ক" এবং এই "ক" পেজে আমার বেশ কিছু পোষ্ট আছে (খ,গ,ঘ,ঙ,চ) আমি এই পোষ্টের মধ্যে 'খ' পোষ্টটাকে জনপ্রিয় করতে চাচ্ছি যারা এই 'খ' পোষ্ট লাইক করতে পারে তাদের সামনে নিয়ে আসতে তাহলে আমি এই পোষ্টটাকে টাকার মাধ্যমে বুষ্ট করবো।। এবং ফেসবুক তাদের সামনে আমার পোষ্টটা শো করাবে যার মাধ্যমে আমরা রিচ ইমপ্রেশন এবং ক্লিক পাবো। এটাই আমাদের ফেসবুক পোষ্ট বুষ্ট।।  


ফেসবুক বুষ্ট  প্রমোট ও ফেসবুক এ্যাডসটা আসলে কি ? What is Facebook boost promote or  ads?

What is Facebook boost promote or  ads?




ফেসবুক পেজ প্রোমোট কি.? What is page Promote?


আপনাদের যাদের ফেসবুক পেজ আছে তারা সকলেই চায় তাদের পেজগুলিকে জনপ্রিয় করতে। তারা চায় তাদের পেজগুলিতে যাতে অধিক অধিক মানুষের লাইক থাকে। আর এই ফেসবুক পেজ জনপ্রিয় করে তুলতে ফেসবুক তাদের এ্যাডসের মধ্যে পেজ প্রোমট অপশনটা রেখেছে। উপরে উল্লেখিত ফেসবুক পোষ্ট বুষ্টে আমরা শুধুমাত্র একটি পোষ্টকে মানুষের সামনে নিয়ে আসি টাকার বিনিময়ে। পেজ প্রমোটের ক্ষেত্রে বিষয়টা ঠিক তার উল্টো। মানে আমরা টাকার বিনিময়ে পুরো ফেসবুক পেজটাকেই প্রোমোট করে থাকি। আমাদের পেজে নতুন নতুন মেম্বার মানে লাইক বা ফলোয়ারের আশায়৷ সুতরাং আমরা ফেসবুক পেজ প্রোমট বলতে বলতে পারি টাকার বিনিময়ে আমাদের পেজগুলিতে লাইক নিয়ে আসার বৈধ পন্থাই হলো ফেসবুক পেজ প্রমোট৷। 


ফেসবুক বুষ্ট ও প্রমোট তো বুঝলাম চলুন এবার জেনে নেয়া যাক ফেসবুক এ্যাডসটা আসলে কি আর আমরা কেনইবা এই ফেসবুক এ্যাডসটা করে থাকি। 


Our Some Other post If you are Interested Then Check All............


ফেসবুক এ্যাডস কি.? What is Facebook ads?

 

ফেসবুক এ্যাডস একটা ব্যাপক বিষয়। তবু সাধারন ভাবে বললে বলতে পারি ফেসবুক পেজকে ব্যাবহার করে কোন পন্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার করাটা হলো ফেসবুক এ্যাডস। এখন প্রশ্ন আসতে পারে তাহলে তো আমরা পন্যটা বুষ্ট করেও করতে পারি। হ্যাঁ আমরা তা পারি তাহলে আমরা রিটার্গেট করবো কিভাবে.?  আর আমরা আমাদের ট্রাফিককে ট্রাক করবো কিভাবে.? 

যাক এসব প্রশ্নের উত্তর পরে দিচ্ছি। 
সুতরাং আমরা বলতে পারি ফেসবুক এ্যাডস এমন একটি পন্থা যা ব্যাবহার যেকোন ওয়েবসাইটের যে কোন পন্য  বিপনন করার এবং আমাদের টার্গেটেড কাষ্টমারদের সামনে উপস্থাপন ও তাদের কাছে পন্য বিক্রয় সহ যাবতীয় কার্যক্রম পরিচলানা সহ তাদের ট্রাক করার পদ্ধতিই হলো ফেসবুক এ্যাডস।। 

আরো সহজভাবে যদি বলি তাহলে বলতে হয় ফেসবুক এ্যাডস ম্যানেজার ব্যাবহার করে যে কোন পন্য বিজ্ঞাপন বা(Campaigns) এর মাধ্যমে বিক্রয় করার পদ্ধতিই হলো ফেসবুক এ্যাডস। 


আপনারা যদি ফেসবুক এ্যাডসে গুগল ট্যাগ ম্যানেজার ও পিেস্কেলের ব্যাবহার সম্পর্কে জানতে চান এবং তবে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তীতে লেখায় আমরা আলোচনা করবো পিএস্কেল ও গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে আর আমরা কেনই বা ব্যাবহার করবো.? 


আজ এ পর্যন্তই ধন্যবাদ।। 

Menhaz Mezan




Post a Comment

1 Comments